পায়রী

 হে অনাগত বউ...


তোরে নিয়া রচিত এইটা এক্সট্রিম লেভেলের কোনো বিশেষ কবিতা। প্রথম ও শেষ প্যারা অক্ষরবৃত্তে আর মাঝে স্বরবৃত্তে রচিত। ওভারঅল মিশ্রমাত্রার একটা উদাহরণ তোর জন্য। সুখ দুখ নিয়ে মিশ্র জীবন কাটবে তোর... এই কামনা।


তুই তো হলি সাগরসেঁচা মুক্তা-হিরা,
আমার চোখে তুইই রানি,
বুকের ভেতর ধুকপুকানি, রক্ত-শিরা।
এলো চুলের লক্ষী ভুতু
পাগলী বুড়ি তুই,
বাঁকা দাঁতের মুচকি হাসি
শিউলি, জবা, জুঁই।
মিসিং হওয়া হার্টবিটটা,
তুই কি ছিলি? বল।
তোকে ছাড়া শূণ্য যে সব
সবই তো অচল।
তুই কি তবে আমার বুকের
বাম পাঁজরের হাঁড়?
আমার যদি নাই বা হলি
কবে ছিলি কার?
তুই তো হলি সোনার ঘুঘু, আমার প্রিয় পায়রী
আগলে তোকে রাখবো বুকে,
আমিই তো তোর কলম হবো, হবি আমার ডায়রি?

06-10-2016
2.45 AM

Comments

Popular posts from this blog

ভালোবাসি

নদী

স্বাধীনতা