নদী


চৈত্রের কাঠফাটা দুপুরে
এলোমেলো উদাসীর নুপুরে
জমে থাকা চাপা চাপা কষ্ট
টের পাই, বুঝি সব পষ্ট।
মিটিমিটি হেসে যাই
হেসে হেসে পুড়ে ছাই।
খুঁজে খুঁজে পেতে চাই
উদাসীর মিষ্টি সে হাসি।
ঘুমে ঘোর একাকার
ভেবে ভেবে কথা তার
হাসিমুখে বেদনার
বাজে সেই রাখালের বাঁশি।
হেরে গিয়ে নাই হই যদি
বুঝে নিও, ছিলো এক নদী
সেই নদী আর নাই, নাই তাতে পানি
কোনদিন সেই নদী, ভরে যাবে জানি।
3.15-3.35পিএম
25-03-2015ইং

Comments

Popular posts from this blog

ভালোবাসি

স্বাধীনতা