ভালোবাসি


ভালোবাসি ফুল
তাজা ফলমূল,
পাখিদের গান
কুহু কুহু তান,
আকাশের নীল
ডানামেলা চিল।

ভালোবাসি নদী
বয়ে চলে যদি,
পাল তোলা নাও
সবুজের গাঁও,
চাঁদ তারা রবি
মনে আঁকা ছবি।

ভালোবাসি হাসি
রাখালের বাঁশি,
ভাটিয়ালি গান
সবুজের বান,
কুয়াশার ভোর
দাও খুলে দোর।

আমার মনে যে এত ভালোবাসা ছিলো, সেইটা দেখে আমার কেমন কেমন লাগে। আহা.. আগে কত স্বচ্ছ আর টেনশনমুক্ত জিবন কাটাইতাম...। আজকাল ভালোবাসা কি জিনিষ সেটা মনে হয় ভুলে গেছি...

তাই অনেক অনেক আগের লেখা ছড়াগুলো পড়ি। পড়তে পড়তে আবেগাপ্লুত হয়ে যাই.. আহা..। আপনারাও পড়েন। ভাল্লাগবে... 2010 এর লেখা। দিনক্ষণ মনে নাই।

Comments

Popular posts from this blog

নদী

স্বাধীনতা