মহান নবী


যার মমতায় গরীব দুখি
ভালোবাসায় হতেন সুখী
যার পরশে কঠিন পাথর
গলে হতো পানি,
রূপে গুণে শ্রেষ্ঠ যিনি
উদারতার প্রতীক তিনি
বিশ্বাসী আর ন্যায়-নীতিবান,
মহান বলেই জানি।
সেই সে আরব, মরুর নবী
মানবতার মহান কবি
যার ছোঁয়াতে সকল মানুষ
পেলো সঠিক পথ,
শান্তি ও সুখ আসবে ভবে
তারই পথে চললে সবে,
জান্নাতেরই পাখি হবো
মানলে তাঁরই মত।



পত্রপত্রিকায় লিখি না। ভালোও লাগে না। কিন্তু মালিবাগের স্মৃতি যেখানে থাকে সেখানে আমিও থাকতে চাই। চাই সেটা আমাদের সময়ে কারোর হাত থাক কিংবা আদি বা উত্তর। ঘাসফড়িং এ দিসিলাম এইটা। Mahbub ভাই এর কথায়। ঘাসফড়িং হাতে না পেলেও ফেবুর বদৌলতে পেয়েছি ছবিগুলো। (ফাঁকতালে একটা কথা বলে ফেলি। দুদিন ধরে খুব মনে চাচ্ছে রাসুল সা. কে নিয়ে কিছু লিখি। কিন্তু অভাগা আমি। মাথায় আসছে না তেমন কিছুই। তাই ঘাসফড়িং থেকে প্রকাশিতটাই আবার দিলাম। যদিও এটা আমার স্বভাববিরুদ্ধ..)

7-8 সালের।

Comments

Popular posts from this blog

ভালোবাসি

নদী

স্বাধীনতা