দাম বেড়েছে


দাম বেড়েছে পেঁয়াজ আলুর
দাম বেড়েছে গ্যাসের,
খুব বেড়েছে বাসের ভাড়া
দাম বেড়েছে দেশের।
দাম বেড়েছে বিদ্যুত আর
দাম বেড়েছে তেলের,
উন্নয়ন আজ খুব হয়েছে
শহর মেট্রো-রেলের!
দাম বেড়েছে চালও-ডালের
দাম বেড়েছে সবজির,
দাম বেড়েছে নেতা-খেতার,
জোর বেড়েছে কবজির।
দাম বাড়েনি আমার মত
নিম্ন মধ্যবিত্তের,
ক্ষিদের জ্বালায় শুকিয়ে গেছে
রক্ত-রসও পিত্তের।
আমরা কেবল চেয়ে চেয়ে
দেখবো কত রঙ্গ,
সাধু! সাধু! ধন্য তুমি
আমার প্রিয় বঙ্গ!
25-02-2017
4.30-4.45 পি এম
বি: দ্র: লেখাটা সবার জন্য উন্মুক্ত, তবে জানিয়ে প্রচার করলেই খুশি হবো বেশি। অনলাইন বা প্রিন্টেড ভার্সনে হতে পারে।

Comments

Popular posts from this blog

ভালোবাসি

নদী

স্বাধীনতা