বিয়ের একাল ও সেকাল

বিয়ে নিয়ে বাংলা সাহিত্যে তেমন কোনো ছড়া নাই, মানে বিয়ের ছড়া দিয়ে বাংলার সাহিত্যভান্ডার অতটা সমৃদ্ধ না। ভাইয়ার বিয়ে তাই ভাইয়াকে উইশ করে

হিয়ে হিয়ে হিয়ে, ভাইয়ার বিয়ে,
পিঠাপুলি ভাজে ঐ তেল ঘিতে দিয়ে।
বড় বড় মাছ আর আতপের চাল,
মোটা-তাড়া গরু খাসি, কলাইয়ের ডাল।
দুধ কলা আম জাম খৈ মুড়ি খাবো,
ফুলতোলা বিছানায় গড়াগড়ি যাবো।
আরো কত মজা ভাই, দই আর মিষ্টি,
ভাইয়ার বিয়ে তাই, হবে নয়া ইস্টি।

ইয়ে ইয়ে ইয়ে, ভাইয়ার বিয়ে,
কতকিছু কেনাকাটা মার্কেটে গিয়ে।
বিয়ে নিয়ে আলোচনা, কল্পনা শত,
হইচই হাসিখুশি ছোট বড় যত।
গোস খাবো, রোস্ট খাবো, আরো কত কি!
হবে গান, মজা হবে, হি হিহি হি।
কত মজা, কত মজা! খাই শুধু খাবি।
ভাইয়ার বিয়ে তাই, পাবো নয়া ভাবি।

বি: দ্র: লেখক নিজেকে 10 বছরের পিচ্ছি কল্পনা করে এমন ছড়া লিখতে পেরেছেন। সুতরাং শিশুতোষ ছড়া শিশুদের জন্যই থাক।

25-05-2015
মুহাম্মাদ সাইফুল্লাহ, সাকিব মুস্তানসির and 62 others
7 comments
Like
Comment
Share

Comments

Popular posts from this blog

ভালোবাসি

নদী

স্বাধীনতা