তোমরা বনাম আমরা

© সকল নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য। বিশেষ করে ফিলিস্তিনি ভাই-বোনদের...

তোমরা যখন লড়াই করো
জীবন দিয়ে স্বপ্ন গড়ো
স্বপ্ন দেখো, আকসা জয়ের,
আমরা তখন, গল্প শুনি
মুসলমানের সংখ্যা গুনি
আরো শুনি গল্প ভয়ের।
তোমরা যখন কথা বলো
বুক ফুলিয়ে যুদ্ধে চলো
সব ভুলে যাও, আবেগ-মায়া,
আমরা তখন নারীর আশায়,
মত্ত থাকি ভালোবাসায়।
কোথায় রাখি লজ্জা-হায়া?
তোমরা হলে আসল বীর
নোওয়াও না কো উচুশীর
তোমরা এখন কই!
আমরা নাকি বীরের জাতি
গলা ফাটাই দিবস-রাতি
ফুটাই কথার খই।

17-10-2015

Comments

Popular posts from this blog

ভালোবাসি

নদী

স্বাধীনতা