বৃষ্টি এলে


বৃষ্টি এলেই হই উদাসী, মনটা আমার কেমন থাকে।
বৃষ্টি এলেই স্বপ্ন মাড়াই, কল্পনারই ঘুর্ণিপাকে।
বৃষ্টি এলেই অতীত দেখি, ভবিষ্যত আর বর্তমান।
বৃষ্টি এলে কোথায় হারাই, কোথায় আমার কিসের টান!
বৃষ্টি এলে ভাসতে থাকি, হাসতে পারি খিলখিলিয়ে
বৃষ্টি এলে কষ্টগুলো, কেমন করে যায় মিলিয়ে!
বৃষ্টি এলে ক্লান্তি ভুলে, তরতাজা হই কেমন আমি।
বৃষ্টি এলে বুকটা ভরে, বৃষ্টি যে তাই খুব দামি।
বৃষ্টি আসুক দুখের দিনে, কষ্টগুলো দিক তাড়িয়ে।
বৃষ্টি আসুক আকাশ ভেঙে, চাই যে যেতে দিক হারিয়ে।
বৃষ্টি আসুক, আসুক নেমে, তোমার-আমার সবার প্রাণে।
বৃষ্টি আসুক মুগ্ধ করুক, মিষ্টি বকুল ফুলের ঘ্রাণে।

সময়কাল 10 মিনিট
03-04-2017
9.15 PM

Comments

Popular posts from this blog

ভালোবাসি

নদী

স্বাধীনতা