গদাই বাবু


বলছি আমি সবাই শুনো
এ যে নিরেট কল্পনা,
কল্পনা তাই পুরোপুরি
সত্যি কোনো গল্প না।
তাই বলে যে উড়িয়ে দেবে
করবে শুধুই জল্পনা,
ব্যাপারটা খুব হালকা হলেও
ওজনটা তার অল্প না।
সেদিন দেখি আইবুড়ো এক
বয়স হবে আশি,
দিনপ্রতি তার খাবার নাকি
ইয়াব্বড় এক খাসি।
ব্যাপারটা ঠিক সত্যি কিনা,
গেলাম বুড়োর কাছে,
গিয়ে দেখি বুড়ো তখন
বসে কাঁঠাল গাছে।
যেই শুধালাম খাসির কথা,
বললো আমায়, ’কে রে?’
রেগে গিয়ে মারতে বুড়ো
আসলো তখন তেড়ে।
বুড়ো তো নয়, এযে দেখি
পাগলা গদাইবাবু,
ধুত্তুরি ছাই, ভাবছি কি সব,
এসব ভেবেই কাবু!

Comments

Popular posts from this blog

ভালোবাসি

নদী

স্বাধীনতা