ঢাকা শহর


শহর শহর ঢাকা শহর
লাখ মানুষের কাজের শহর
বদমাশ ও রংবাজের শহর।
শহর শহর ঢাকা শহর
লাখ বেকারের প্রাণের শহর
দুর্গন্ধ আর ঘ্রাণের শহর।
শহর শহর ঢাকা শহর
ব্যাস্ত ও যানজটের শহর
ধান্ধাবাজ আর শঠের শহর।
শহর শহর ঢাকা শহর
রিশকা বাস আর গাড়ির বহর
উচু নিচু বাড়ির শহর।
শহর শহর ঢাকা শহর
ভাঙা চোরা পথের শহর
বিত্তশালীর রথের শহর।
শহর শহর ঢাকা শহর
টোকাই গরিব দুখীর শহর
কিংবা অনেক সুখীর শহর।
শহর শহর ঢাকা শহর
দিনমজুর আর সবার শহর ঢাকা
এই শহরই কখনো বা খুব হয়ে যায় ফাঁকা।

23-12-2014

Comments

Popular posts from this blog

ভালোবাসি

নদী

স্বাধীনতা