তোমরা যখন


তোমরা যখন হত্যা করো,
চোর ডাকাতের খনি গড়ো,
আমরা তখন ভাবতে থাকি
কিংবা ভয়ে কাঁপতে থাকি।

তোমরা করো বর্ষবরণ
সেই সুযোগে বস্ত্রহরণ
আমরা তখন লজ্জিত হই
লজ্জা পেয়ে চোখ বুজে রই।

তোমরা নাকি সুশীল সবাই!
মানবতা করছো জবাই,
তারপরও কেন ভদ্র সাজো?
মানুষ হতে চাওনি আজো।

উপর সাদা ভিতর কালো
তোমরা নাকি জ্বালাও আলো!
কোন সে আলো সবাই বুঝে
থাকবো না আর চোখটি বুজে।

থাকতে সময় সিধা হও
কিংবা দূরে, দূরেই রও,
তোমরা হলে এই সমাজের বোঝা,
থাকতে সময় যাও হয়ে যাও সোজা।

বি : দ্র : এইটা কিঞ্চিত বিদ্রোহী কবিতা.. :3

18-04-15 2.44এএম

Comments

Popular posts from this blog

ভালোবাসি

নদী

স্বাধীনতা