সেই ছেলেটি


একটি ছেলে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে হাসে।
স্বপ্নগুলো জমতে থাকে
মনের কোনো গহীণ বাঁকে
খুব সকালে শিশির যেমন, জমতে থাকে ঘাসে।

সেই ছেলেটি বাস্তবতায় করুণ হাসি হাসে।
মন ভেঙে যায় খুব হতাশায়
তারপরও সে কিসের আশায়
নিজকে ভুলে সুখের নেশায়, মানুষ ভালোবাসে।

সেই ছেলেটি একলা ভীষণ, একলা মনেই ভাবে
সবকিছু সে ছেড়ে দিয়ে
কল্পলোকের স্বপ্ন নিয়ে
দূর অজানায় অনেক দূরে, কোথাও চলে যাবে।

09-12-2014

Comments

Popular posts from this blog

ভালোবাসি

নদী

স্বাধীনতা