টুকুর কান্ড


    তারিক ওয়ালি

আমার ঘরে বইয়ের তাকে
দল ইঁদুরের থাকে,
মাঝে মাঝেই ইঁদুরগুলো
চিকচিকা চিক ডাকে।

ইঁদুর মায়ের ছোট্ট-ছানা
বলল টুকু সেদিন,
মুখের ভেতর দাঁতগুলো তার
উঠলো গঁজে যেদিন।

আম্মু আমি এখন থেকে
করবো লেখাপড়া,
গল্পে ভরা বই দাও আমায়
থাকবে সাথে ছড়া।

অনেকগুলো বই সে যখন
পেলো নিজের হাতে,
বইগুলোকে মনের সুখে
কাঁটতে থাকে দাঁতে।

আরে! আরে!! করিস কি তুই?
আসলো মা তার তেড়ে,
বললো টুকু, করবো কি মা?
যাচ্ছে যে দাঁত বেড়ে।

Comments

Post a Comment

Popular posts from this blog

ভালোবাসি

নদী

স্বাধীনতা